Web Analytics

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গুরুতর সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার প্রকাশিত বার্তায় বলা হয়, সাম্প্রতিক পরীক্ষায় তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া ও একাধিক অঙ্গের জটিলতা দেখা দিয়েছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তার ডায়ালাইসিসও শুরু হয়েছে।

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়াকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

মেডিকেল বোর্ড সবাইকে তার চিকিৎসা নিয়ে অনুমান বা ভুল তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে। রাজনৈতিক মহলে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Card image

Related Threads

logo
No data found yet!