রবিবার সকালে রাজধানীর ফার্মগেট মোড়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। সকাল ১০টার দিকে শুরু হওয়া এই অবরোধে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং তারা শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শুরুতে কোনো সাড়া মেলেনি।
গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। চার দিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর শিক্ষার্থীরা হত্যার বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামে।
প্রায় তিন ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে ফার্মগেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।