ইতালি ও মালয়েশিয়া থেকে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো মোট ৫ হাজার ৬০০ ডাক ভোটের ব্যালট ভুল বা ভুয়া ঠিকানার কারণে নির্বাচন কমিশনে (ইসি) ফেরত এসেছে। এর মধ্যে ইতালি থেকে ১ হাজার ৬০০ এবং মালয়েশিয়া থেকে ৪ হাজার ব্যালট ফেরত আসে। সোমবার (১৯ জানুয়ারি) ডাক ভোট গণনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ এ তথ্য জানান। ফেরত আসা ব্যালটের কারণে রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় ৩৯ লাখ ২০ হাজার টাকা।
সানাউল্লাহ বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি জানান, ডাক ভোটে কারচুপির সুযোগ নেই, কারণ ফেইস ডিটেকশন প্রযুক্তির মাধ্যমে একজনের ভোট অন্য কেউ দিতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের প্রতিও তিনি সতর্ক করেন।
তিনি আরও জানান, প্রতিটি প্রবাসী ডাক ভোটের ব্যয় ৭০০ টাকা এবং ৩৯টি ব্যালটে ভাঁজের মধ্যে মার্কা পাওয়া গেছে।