Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতের লক্ষ্য একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা। তিনি বলেন, এ ধরনের রাষ্ট্রনীতি বাস্তবায়ন করা গেলে দেশে অভাব-অনটন ও বেকারত্ব দূর হবে। শুক্রবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের লক্ষণপুরে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হালিম এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ গরিব নয়, বরং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে পঙ্গু করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই অর্থে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে উঠেছে যেখানে দুর্নীতিবাজরা বসবাস করেন। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানান এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সিল মারার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী সরকার জনগণকে জিম্মি করে রেখেছিল এবং আন্দোলন না হলে দেশ ধ্বংস হয়ে যেত। ভোটে বাধা দিলে জনগণ তা মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।

Card image

Related Threads

logo
No data found yet!