বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম বলেছেন, পলাতক শেখ হাসিনার দোসররা দেশে অরাজকতা সৃষ্টি করছে, ফলে হত্যা ও ধর্ষণ বেড়েছে। তিনি বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয়। নার্গিস বেগম আরও বলেন, নারীরা সমাজ বদলের হাতিয়ার। বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে তার যথার্থ প্রমাণ দিয়েছেন। তিনি দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত জনবান্ধব কর্মসূচি সম্পন্ন করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনাবিরোধী আন্দোলনেও বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। তিনি অন্তর্বর্তী সরকারকে অবৈধ উল্লেখ করে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দাবি জানান।