ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। তিনি জানান, ৭টি লাশ শনাক্ত করা যায়নি, ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮৮ জন হাসপাতালে ভর্তি, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে বহিরাগতদের হাসপাতালে প্রবেশ না করতে অনুরোধ জানানো হয়েছে এবং রক্তের প্রয়োজন হবে পরদিন থেকে।