সৌদি আরব পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘কিং আবদুলআজিজ মেডেল (এক্সেলেন্ট ক্লাস)’ প্রদান করেছে। রোববার রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ও যুবরাজ খালিদ বিন সালমান বাদশাহ সালমানের নির্দেশে এই পদক তার হাতে তুলে দেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এই পদক প্রদান করা হয়েছে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে জেনারেল মুনিরের “বিশিষ্ট অবদান”-এর স্বীকৃতি হিসেবে। অনুষ্ঠানের সময় যুবরাজ খালিদ ও জেনারেল মুনিরের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।
বিশ্লেষকদের মতে, এই সম্মান সৌদি-পাকিস্তান সামরিক ও কূটনৈতিক সম্পর্কের গভীরতা পুনর্ব্যক্ত করে। এটি ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা আরও বাড়ানোর ইঙ্গিতও দিতে পারে।