কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে ছিনতাইকারী সন্দেহে মো. মুছা (২৬) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত মুছা কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে। প্রায় ১০ দিন আগে স্থানীয় ব্যবসায়ী ময়নাল হোসেন ছিনতাইয়ের শিকার হন এবং মুছাকে সন্দেহ করেন। মুছা দীর্ঘদিন বাড়িতে না থাকায় সন্দেহ আরও বাড়ে। পরে তিনি বাড়ি ফিরলে ময়নালসহ কয়েকজন তাকে ধরে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ তিনজনকে আটক করেছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।