২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে কমিশনের মেয়াদ ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে গঠিত কমিশনকে প্রথমে তিন মাস সময় দেওয়া হলেও তা কয়েক দফায় বাড়ানো হয়। কমিশন ইতোমধ্যে ৩০ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তবে সরকার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নের জন্য মেয়াদ বাড়িয়েছে। কমিশনের দায়িত্ব ছিল ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃতি ও দায়ীদের শনাক্ত করা। পাশাপাশি দেশি-বিদেশি ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা চিহ্নিত করাও এর দায়িত্বের অংশ ছিল।