জুলাই গণঅভ্যুত্থানে আহত ২৩ বছর বয়সী কোরআনের হাফেজ মোহাম্মদ হাসান বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছেন। ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম জানান, 'শনিবার (২৪ মে) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে।' হাফেজে কুরআন এই মহান শহীদের জানাজায় শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি লেখেন, শহীদদের জানাজায় শরীক হওয়া কেবল মানবিক দায়িত্বই নয়, বিশ্বাসী উম্মতের পক্ষ থেকে তার জন্য দোয়া করা, একইসঙ্গে জানাজার সময়টা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ারও মুহুর্ত। আরো লেখেন, যে কোনো মূল্যে জুলাইয়ের ঘাতক ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।