গত মাসের শেষ দিকে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে ইরানে আবারও সামরিক হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
বার্তা সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, নেতানিয়াহু বৈঠকে ইরানের পারমাণবিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে ইসরাইলের উদ্বেগ তুলে ধরেন। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ২০২৬ সালে ইরানে সম্ভাব্য দ্বিতীয় দফা হামলার বিষয়ও আলোচনায় আসে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পকে ‘সম্মানজনক পরিবেশে’ আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।