Web Analytics

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ঢাকায় লাখো মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ এতে অংশ নেন। বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার ইমামতি করেন।

জানাজার সম্মুখ সারিতে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাব ও মঈন খানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। বিদেশি কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের মাঠ, বিজয় স্মরণি, মিরপুর রোড, কারওয়ান বাজার মোড় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এলাকাজুড়ে জানাজার স্থান হয়ে ওঠে। জানাজা শেষে খালেদা জিয়াকে জিয়া উদ্যানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!