Web Analytics

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর মিরপুরে বহুল প্রতীক্ষিত ৬০ ফিট সংযোগ সড়কটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। নতুন এই সংযোগ সড়কটি মিরপুরের ৬০ ফিট সড়ককে সরাসরি প্রধান সড়কের সঙ্গে যুক্ত করেছে, যা দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ডিএনসিসি জানায়, জমি সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন সরকারি বিভাগের সমন্বয়হীনতার কারণে প্রকল্পটি ১৭ বছর ধরে স্থগিত ছিল। মাত্র দুই মাসের মধ্যে সমন্বিত প্রচেষ্টায় সড়কটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকারের বিভিন্ন সেবা সংস্থা একসঙ্গে কাজ করলে এখনো ঢাকা শহরকে বাসযোগ্য করা সম্ভব। প্রকল্প বাস্তবায়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ডাক বিভাগের জমি অধিগ্রহণ করা হয়।

স্থানীয়রা মনে করছেন, নতুন সংযোগ সড়ক চালুর ফলে মিরপুর-১০ থেকে মিরপুর-২ পর্যন্ত দীর্ঘস্থায়ী যানজট অনেকটাই কমে আসবে। ডিএনসিসি ভবিষ্যতে আরও নগর অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করছে।

Card image

Related Threads

logo
No data found yet!