Web Analytics

শুক্রবার বিকালে লাকসামের ইউএনও কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহার এবং কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছেন ছাত্র জনতা। সেখানে উপস্থিত হয়ে হামিদ উপস্থিত জনতাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে ওই অনুরোধ প্রত্যাখ্যান করে জনতা। এ সময় ইউএনও কান্নায় ভেঙে পড়ে আন্দোলকারীদের জড়িয়ে ধরে বলেন, আমার কর্মজীবনের সেরা সঞ্চয় আপনাদের ভালোবাসা। উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক। তিনি বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারও বিরাগভাজন হয়েছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। এদিকে বদলি আদেশ প্রত্যাহার না হলে সড়ক থেকে সরবেন না ও প্রতিবাদ সভা চলবে বলে জানান আন্দোলনকারীরা। সড়ক অবরোধের দুই ঘণ্টা পর সন্ধ্যায় ৬টায় সেনাবাহিনী উপস্থিত হওয়া মাত্রই সটকে পড়েন আন্দোলনকারীরা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।