Web Analytics

‘আমার দেশ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে মুক্ত ও নিরপেক্ষ বিশ্বকোষ হিসেবে পরিচয় দেওয়া উইকিপিডিয়া এখন ইতিহাস বিকৃতি, সাম্প্রদায়িক ঘৃণা ও রাজনৈতিক প্রচারের অভিযোগে অভিযুক্ত। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৪ সালের পর থেকে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো পরিকল্পিতভাবে বাংলা উইকিপিডিয়ায় প্রভাব বিস্তার করে মুসলিমবিদ্বেষী বয়ান ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। নোয়াখালী দাঙ্গা, কলকাতা দাঙ্গা ও চুকনগর গণহত্যার মতো ঐতিহাসিক ঘটনাগুলোর নিবন্ধে মুসলমানদের অপরাধী ও হিন্দুদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে হিন্দু উগ্রবাদীরা ক্ষমতায় আসার পর উইকিপিডিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা শুরু করে এবং কয়েক বছরের মধ্যেই তারা প্রভাব বিস্তারে সফল হয়। যারা এসব ঘৃণামূলক বয়ানের বিরোধিতা করেন, তাদের অ্যাকাউন্ট ব্লক বা সাসপেন্ড করা হয়, ফলে নিরপেক্ষ লেখকরা সত্য তথ্য সংশোধনে ভয় পান।

উইকিপিডিয়ার প্রশাসকদের বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযোগের বিষয়ে প্রশাসকদের কাছে ইমেইল পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি, যা উইকিপিডিয়ার নিরপেক্ষতার নীতির পরিপন্থী।

Card image

Related Threads

logo
No data found yet!