Web Analytics

ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ৬ ও ১১ নভেম্বর দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে এনডিএ জোট ২০২টি আসনে জয়লাভ করে, আর বিরোধী আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন (এমজিবি) জোট পায় মাত্র ৩৫টি আসন। এবারের নির্বাচনে মাত্র ১০ জন মুসলিম প্রার্থী নির্বাচিত হয়েছেন, যা ১৯৯০ সালের পর সর্বনিম্ন। যদিও বিহারের মোট জনসংখ্যার প্রায় ১৭.৭ শতাংশ মুসলমান, তবুও প্রধান দুই জোটই ২০২০ সালের তুলনায় কম মুসলিম প্রার্থী মনোনয়ন দিয়েছে। আসাদউদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন এআইএমআইএম ২৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, যার মধ্যে ২৩ জন মুসলিম প্রার্থী ছিলেন এবং তারা পাঁচটি আসনে জয় পান। মুসলিম অধ্যুষিত কিশানগঞ্জ, পুর্নিয়া, কাটিহার ও আরারিয়ায় দলটি ভালো ফলাফল করে। অন্যদিকে, জনতা দল (ইউ) মাত্র চারজন মুসলিম প্রার্থী দেয়, যার মধ্যে একজন বিজয়ী হন। আরজেডি ও কংগ্রেসের মুসলিম প্রার্থীদের মধ্যেও সীমিত সাফল্য দেখা যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।