তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী ফিশ ভেঙ্কট কিডনি ও লিভার জটিলতায় ভুগে ১৮ জুলাই হায়দরাবাদে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৩ বছর। দুই দশকের বেশি সময় তিনি তেলেগু সিনেমায় কাজ করেন, ‘খুশি’ (২০০১) দিয়ে তার যাত্রা শুরু হয়। চিকিৎসার জন্য ৫০ লাখ রুপির প্রয়োজন হলেও পরিবার পর্যাপ্ত সহায়তা পায়নি এবং প্রতারণার শিকার হয়। পরিবারের দাবি, অভিনেতা প্রভাস-এর নাম ব্যবহার করে এক ব্যক্তি নিজেকে তার সহকারী পরিচয় দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন খরচ বহনের। কিন্তু পরে জানা যায়, সেটি ছিল ভুয়া। সময়মতো কিডনি প্রতিস্থাপন না হওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ভেঙ্কট ১৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন এবং শেষবার দেখা যায় ‘কফি উইথ আ কিলার’ সিনেমায়।