২০১৮ সালে নির্বাচনের আগে বিএনপি দলীয় প্রার্থী জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে সাবেক এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলমসহ ৮৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার পর বর্তমান চেয়ারম্যান ও কাদরা ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় সাবেক এমপি মোরশেদ আলমের পুত্র সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবিরসহ ৮৫ জনকে আসামি করা হয়েছে।