থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার ভোরে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং হুইলচেয়ারে করে রাত ২টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন শেষ করেন। পরে রাত ৩টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। ৮ মে দেশে ছাড়েন তিনি। জানুয়ারিতে একটি হত্যা মামলায় তার নাম উঠে এসেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামও রয়েছে।