ইসরাইল সোমবার (৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের অবকাঠামো। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় রাদওয়ান ফোর্সের প্রশিক্ষণ ও পরিকল্পনা কেন্দ্র ধ্বংস করা হয়েছে, যা ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রস্তুতির জন্য ব্যবহৃত হতো। এটি সাম্প্রতিক যুদ্ধবিরতির পর অন্যতম বড় সামরিক অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল একাধিকবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে। ইসরাইল বলছে, এসব অভিযান হিজবুল্লাহর হুমকি দূর করার অংশ, এবং সীমান্তে পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক হামলা যুদ্ধবিরতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং ইরানসহ আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততা বাড়াতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা দুর্বল থাকায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।