আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে সোমবার সকালে দেশে ফিরেছেন আফঈদা খন্দকাররা। এরপর সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সভায় বসেন তারা। সভায় বাফুফে সভাপতি বলেন, 'দুটি ম্যাচ থেকে জানলাম আমাদের দুর্বলতা কোথায়। সামনে আরও নিবিড় অনুশীলন হবে। জুনে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট রয়েছে। পেরোতে পারলে ২০২৬ এশিয়া কাপ। আগামী দুই বছর ঠাসা সূচি তোমাদের। আশা করি খেলা বন্ধ থাকবে না। দুই ম্যাচে গোল প্রসঙ্গে বলেন আরো গোল দেওয়ার সুযোগ ছিল কিনা এমন প্রশ্নে আফঈদা বলেন,ওরা শেষের দিকে হাঁপিয়ে উঠেছিল। আমরা গোলের সুযোগ পেয়েছিলাম; কিন্তু গোল করতে পারিনি। যদিও এইটা এক গোল করেন আফঈদা।