শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে কোটি টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। নিশ্চিত করেছে বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ। জানা গেছে, বিমানের ভেতর যাত্রীবিহীন সিট থেকে ৮পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৯২৮ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রায় ২১ কোটি টাকার স্বর্ণসহ দুজনকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।