Web Analytics

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমি কাজ করছি, যার ফল ইতিহাসে থেকে যাবে। দেশের আইন ও বিচার ব্যবস্থায় যে পরিবর্তন আনা হয়েছে তা যদি পরবর্তী সরকার অব্যাহত রাখে তবে সাধারণ মানুষ সঠিক ন্যায়বিচার পাবে। অনেক কাজ করা হয়েছে যার সুফল ভবিষ্যতে ধীরে ধীরে মিলবে। তিনি জানান, নতুন অধ্যাদেশের মাধ্যমে পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়িভাড়া, অগ্রক্রয়, বণ্টন ও যৌতুকসহ বিভিন্ন বিষয় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার আওতায় আনা হয়েছে। এই বিধান অনুযায়ী, আদালতে মামলা করার আগে সংশ্লিষ্ট পক্ষকে মধ্যস্থতায় বসতে হবে এবং সমঝোতা না হলে পরে আদালতে মামলা দায়েরের সুযোগ থাকবে। এ ব্যবস্থায় অনেক বিরোধ মামলা ছাড়াই কম সময় ও খরচে সমাধান হবে। দেশের বিচারব্যবস্থায় মামলার জট অনেকটা কমবে। আরো বলেন, আমরা প্রায়ই শুনি—‘আপনি কী করেছেন? শহীদের রক্তের উপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নই যে কাজটি চোখে দেখা যাবে। আমি কাজ করছি, যার ফল ইতিহাসে থেকে যাবে।

Card image

Related Threads

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।