রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) প্রকাশিত ‘ন্যাশনাল এএমআর সার্ভেলেন্স রিপোর্ট ২০২৫’-এ জানানো হয়েছে, দেশের আইসিইউতে ভর্তি ৪১ শতাংশ রোগী কোনো অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ৯৬,৪৭৭ জন রোগীর নমুনা বিশ্লেষণে দেখা যায়, প্যান-ড্রাগ-রেজিস্ট্যান্ট (পিডিআর) জীবাণু সব নমুনার ৭ শতাংশ এবং আইসিইউতে ৪১ শতাংশে পাওয়া গেছে। মাল্টি-ড্রাগ-রেজিস্ট্যান্ট (এমডিআর) জীবাণু সব নমুনার ৪৬ শতাংশ এবং আইসিইউতে ৮৯ শতাংশে শনাক্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হু ওয়াচ-গ্রুপ অ্যান্টিবায়োটিকের ব্যবহার ৭৭ শতাংশ থেকে বেড়ে ৯০.৯ শতাংশে পৌঁছেছে। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ছিল সেফট্রিয়াক্সোন ও মেরোপেনেম। প্রফেসর ড. জাকির হোসেন হাবিব সতর্ক করেছেন, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত ব্যবহার এএমআরকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে, যা এখন দেশের জন্য বড় জনস্বাস্থ্য ঝুঁকি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।