তুরস্কের নিরাপত্তা বাহিনী শুক্রবার দেশের পূর্বাঞ্চলে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসের সন্দেহভাজন ৮৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযানগুলো পরিচালিত হয় শানলিউরফা, আগ্রি ও ইস্তাম্বুলসহ বিভিন্ন প্রদেশে, যেখানে আইএসআইএস-সম্পৃক্ত নেটওয়ার্ক ভেঙে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়।
শানলিউরফায় সামাজিক মাধ্যমে আইএসআইএসের প্রশংসা করে পোস্ট দেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগ্রি প্রদেশে আইএসআইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দশজনকে আটক করে পুলিশ এবং নিষিদ্ধ বই ও ডিজিটাল সরঞ্জাম জব্দ করে। ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস আরও ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া দেশের জন্য হুমকি হিসেবে প্রমাণিত হওয়ায় ৩২ জনকে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ এক নেতাকে শনাক্ত করেছে, যিনি অবৈধ ক্লাস ও সমর্থক নিয়োগের প্রচারণা চালাতেন বলে অভিযোগ রয়েছে।
গত ২৯ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর তুরস্ক সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করেছে।