Web Analytics

অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার জানিয়েছেন, সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বিদ্যমান সীমা তুলে দেওয়ার বিষয়ে সরকার ভাবছে। সোমবার ঢাকায় ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সঞ্চয়পত্র কেনাবেচা নিয়ে সরকার নতুন সিদ্ধান্ত নিতে পারে এবং এ ক্ষেত্রে সীমা তুলে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

একই অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের বন্ড বাজার উন্নয়নে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তার মতে, বন্ডের লেনদেন সহজ করা গেলে বাজার ৬ ট্রিলিয়ন পর্যন্ত বাড়তে পারে এবং বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরশীলতা কমাতে পারবে। তিনি আরও বলেন, প্রয়োজন মেটাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে অথবা বন্ড বাজারে অন্তর্ভুক্ত হতে হবে, এজন্য সরকার ও বেসরকারি খাত উভয়কেই এগিয়ে আসতে হবে।

তিনি উল্লেখ করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুদের হার স্থিতিশীল রাখার ওপর বন্ড বাজারের ভবিষ্যৎ নির্ভর করছে এবং একক সুদের হার প্রবর্তন করলে এটি আরও টেকসই হবে।

Card image

Related Threads

logo
No data found yet!