পৃথক বিবৃতিতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন ও লেবানন। তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। দেশগুলো কাতারের জনগণের প্রতি সহমর্মিতা ও পাশে থাকার বার্তা দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা আরো অস্থিতিশীল হয়ে উঠা নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংলাপকে পরিস্থিতি থেকে উত্তরণের পথ বলছে তারা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।