Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা অভিযোগ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। ৩ ডিসেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ অভিযোগ এনে বলেন, তার বক্তব্য জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে অপমান করেছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিও সমালোচনা জানানো হয়, কারণ বিজয়ের মাস ডিসেম্বরের ঐতিহ্যবাহী আলোকসজ্জা ও উদযাপন এবার দেখা যায়নি। ছাত্রদল প্রশাসনকে আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের অবদান যথাযথভাবে স্মরণ করার জন্য এবং ডাকসুর বিতর্কিত প্রতিনিধিদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগ্রামের ধারাবাহিকতা তুলে ধরে ২০২৪ সালে গণতান্ত্রিক রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।