কুয়েটে গত ১৮ ফেব্রুয়ারি বিকালে সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি করে বহিরাগত সন্ত্রাসীরা। কুয়েটের খানজাহান আলী হলের বিপরীত পাশের একটি গলির ভেতর থেকে কালো হেলমেট পরা এক যুবককে অস্ত্র দিয়ে কুয়েটের দিকে গুলি করতে দেখা যায়। একাধিক যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা হামলায় ছিল বলে চিহ্নিত করা গেছে। শনিবার সাধারণ শিক্ষার্থীরা ৬ দফা আন্দোলনের প্রেক্ষিতে চতুর্থ দিনের কর্মসূচি পালন করেন। এ সময় তারা সমগ্র ক্যাম্পাস ঘুরে বিক্ষোভ মিছিল এবং শহিদ মিনার চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয় করেন। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে সন্ত্রাসীরা হামলা করেছিল তাদের ছবিসহ পোস্টার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাঁটানো হয়। এই সময় এতোদিনেও দোষীদের গ্রেফতার না হওয়া নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।