ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত শনিবার আনিস আলমগীরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন ডিবি পুলিশের পরিদর্শক কাজী শাহনেওয়াজ। তদন্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে।
আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার আদালতে কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে আবেদন করেন, যা কারাবিধি অনুযায়ী বিবেচনার নির্দেশ দেন বিচারক। মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে নিষিদ্ধ সংগঠনকে উসকে দিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে জড়িত।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্য ও ফেসবুক পোস্টের কারণে আলোচনায় থাকা আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি গণমাধ্যমে ব্যাপক মনোযোগ কাড়ছে। তদন্তে নতুন তথ্য মিললে পুনরায় রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।