চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার ঘোষণা দিয়েছেন। ৫ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচনিয়ার রাজধানী গ্রোজনির একটি বহুতল ভবনে আঘাত হানে, এতে ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাদিরভ জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে।
রুশ সংবাদ সংস্থা তাসের বরাতে জানা যায়, কাদিরভ তার টেলিগ্রাম বার্তায় বলেন, এই হামলা সামরিকভাবে অর্থহীন এবং কাপুরুষোচিত। তিনি আরও বলেন, চেচেন বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুতে নয়, বরং ইউক্রেনের তথাকথিত ‘নব্য নাৎসি’ সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর হামলা চালাবে। তার এই বক্তব্য রাশিয়ার সামরিক অভিযানে চেচনিয়ার সক্রিয় ভূমিকার প্রতিফলন।
বিশ্লেষকদের মতে, এই প্রতিশোধের হুমকি রাশিয়া-ইউক্রেন সংঘাতকে আরও জটিল করতে পারে এবং যুদ্ধের পরিধি নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াতে পারে।