Web Analytics

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্ৰুপের বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট কারিগরি ত্রুটির অযুহাত দেখিয়ে বন্ধ করে দিয়েছে। গত ৮ এপ্রিল বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সেটি থেকে বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল দিবাগত রাত ১টার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে। কিন্তু ১১ এপ্রিল রাতে দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিং বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আদানির বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে। এটি নিয়ে আদানি ও পিডিবির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি। এর আগেও একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানী। আদানীর সাথে বিগত লীগ সরকার এক অসম চুক্তির মাধ্যমে বিদ্যুৎ আমদানী শুরু করে, যেখানে বাংলাদেশ সবদিক থেকে ক্ষতির সন্মুখীন হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!