Web Analytics

জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা খুবই বিস্মিত এবং ব্যথিত যে ৫ আগস্টের পর যারা আওয়ামী ফ্যাসীবাদের কাছে অন্যায়ভাবে আটক ছিল, তারা সকলেই মুক্তি পেয়েছেন। এটিএম আজহারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, এসবের সঙ্গে তার তিলমাত্র সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ৮ মাস সময় পার হয়ে গেল। দেশের মানুষ যারা ন্যায়বিচারের অপেক্ষা করছেন তারা সবাই ব্যথিত। তবে আমরা হতাশ নই। আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করব। আরো বলেন, সকলেই মুক্তি পেলেন একটা লোক মুক্তি পেলেন না এই দায় জনগণের, সরকারের এবং প্রশাসনের!

Card image

Related Threads

logo
No data found yet!