গঅভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে আইএসপিআর। এর আগে টুর্ক দাবি করেছিলেন, অভ্যুত্থানে দমন–পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে ‘সতর্ক’ করেছিলেন এবং এর ফলেই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল। আইএসপিআরের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বলা হয়, টুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনী সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে।