মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারি কর্মসূচি। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ট্রাম্পের নির্দেশে ইউএসসিআইএসকে (USCIS) এই কর্মসূচি স্থগিত করতে বলা হয়েছে।
এই সিদ্ধান্ত আসে ব্রাউন ইউনিভার্সিটি ও এমআইটিতে গুলিবর্ষণের ঘটনার পর, যেখানে সন্দেহভাজন ক্লদিও নেভেস ভ্যালেন্তে পর্তুগাল থেকে ডিভি প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং ২০১৭ সালে স্থায়ী বসবাসের মর্যাদা পান। নোয়েম বলেন, “ওই ব্যক্তিকে কখনোই দেশে প্রবেশের অনুমতি দেওয়া উচিত ছিল না।” প্রতি বছর এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫০ হাজার গ্রিন কার্ড দেওয়া হয়, এবং ২০২৫ সালের জন্য প্রায় দুই কোটি আবেদন জমা পড়েছিল।
বিশ্লেষকরা মনে করছেন, এই স্থগিতাদেশ কংগ্রেসে আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে। অভিবাসন নীতিতে নিরাপত্তা ও যোগ্যতাভিত্তিক ব্যবস্থার বিতর্ক আবারও তীব্র হতে পারে।