ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে অনুরোধ করেন। নেটিজেনরাও তার আহ্বানে সাড়া দিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি এবং বিদেশে চিকিৎসা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।