গণঅভ্যুত্থানে গুলি চালিয়ে তিন শিক্ষার্থীকে হত্যার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এসব মামলায় হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, সাবেক মন্ত্রী-এমপি ও তৎকালীন প্রশাসনের কর্মকর্তাসহ মোট ২০৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। প্রায় এক বছরের তদন্ত শেষে এ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হলো। থানার তথ্য অনুযায়ী, শহীদ নবী নুর মোড়লের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে গত বছরের ৪ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। আশুলিয়ার আরেকটি মামলা দায়ের করেন শহীদ মামুন খন্দকারের স্ত্রী। এতে ৩৩ জনকে আসামি করা হলেও তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আরও ১৯ জনকে যুক্ত করা হয়। আশুলিয়ার আরেক মামলায় শহীদ রমজান আলীর বাবা নজরুল ইসলাম বাদী হন। ৬০ জনের নাম উল্লেখ থাকলেও তদন্ত শেষে ৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।