Web Analytics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ‘সি’ ইউনিটের মাধ্যমে, যেখানে অংশ নিচ্ছে কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এই পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী ভর্তি কার্যক্রমের সূচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি, অর্থাৎ প্রতি আসনে প্রায় ১০১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরীক্ষাটি ছয়টি শিফটে অনুষ্ঠিত হচ্ছে—প্রথম তিনটি শিফটে নারী এবং পরবর্তী তিনটি শিফটে পুরুষ শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আগামী ২২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য ইউনিটের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিপুল আবেদন সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানবিক ও আইন অনুষদের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের প্রতিফলন। ভর্তি পরীক্ষার ফল ও মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে।

Card image

Related Threads

logo
No data found yet!