বরিশালের বাকেরগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন। ২০১৯ সালের একটি চেক প্রত্যাখ্যান মামলায় পটুয়াখালী আদালত চলতি বছরের ১২ ফেব্রুয়ারি তাকে এক বছরের কারাদণ্ড এবং ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুরে পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে ধরতে গেলে তিনি আত্মীয়দের সহায়তায় পালিয়ে যান। পরে রাত দুইটার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শাহনাজ পারভীন দীর্ঘদিন পলাতক ছিলেন এবং অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।