দশ দিন আগে বরিশালের মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নৌ-পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ও দুপুরে হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন হিজলার পালপাড়া এলাকার শাহীন মীর (২০), নয়ন বেপারী (১৯) এবং আরিফ সিকদার (১৯)। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশগুলো বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌ-পুলিশের তথ্যমতে, গত ১০ জানুয়ারি পাঁচ তরুণ জেলে মেঘনা নদীর লাল বয়া এলাকায় মাছ ধরতে গিয়ে নৌকায় ঘুমিয়ে পড়েন। ইঞ্জিনের পাখার পাশে পানি ঢুকে নৌকাটি ডুবে গেলে সবাই সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। এর মধ্যে দুইজন সাঁতরে মেহেন্দিগঞ্জে পৌঁছে উদ্ধার পান, তবে ঘন কুয়াশার কারণে বাকিদের খোঁজ মেলেনি।
এ ঘটনায় হিজলার পালপাড়া গ্রামের শাহীন সিকদার (১৮) এখনো নিখোঁজ রয়েছেন, এবং স্বজনরা নদীতে তার সন্ধান চালিয়ে যাচ্ছেন।