সমুদ্রপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডাল ও সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম উপকূলে বিশেষ অভিযান চালিয়ে দুটি ফিশিং ট্রলার থেকে ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানায়, এসব পণ্য অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছিল। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য ও পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।