Web Analytics

নোয়াখালীর চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের মো. জাহিদ হাসান রাসেল (৪০) এবং দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোহাম্মদ বসু (৪২)। বেগমগঞ্জ মডেল থানার ওসি এম এ বারী শুক্রবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চৌমুহনীর হোটেল রিয়াদে অভিযান চালানো হয়।

তল্লাশিতে একটি বিদেশি পিস্তল ও ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাসেলের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তারা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ওই হোটেলে অবস্থান করছিল বলে ধারণা করা হয়।

ঘটনার পর অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের নোয়াখালী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!