বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না। যে আওয়ামী লীগ আমাদের ও বাংলদেশকে শোষণ করেছে, চাঁদাবাজি করেছে সেই আওয়ামী লীগের আর এ দেশে ঠাঁই নেই। আমরা ১৭ বছর কষ্ট করেছি তাই এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন আমরা এক পরিবার হয়ে থাকতে চাই। আগামী নির্বাচনের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে জাতীয় সরকার গঠন করবে। এই জাতীয় সরকারের মাধ্যমে সারাদেশে উন্নয়ন করতে চাই।