পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আফগান তালেবান সরকারকে কঠোর বার্তা দিয়েছেন। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। তিনি তালেবান সরকারকে সতর্ক করে বলেন, তাদের এখন দুটি পথ—টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান)-এর পাশে থাকা বা পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে সহিংসতা ও জঙ্গি হামলা বাড়ায় দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। একাধিক শান্তি আলোচনা সত্ত্বেও সমাধান না আসায় ইসলামাবাদ ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে। আসিম মুনির একই অনুষ্ঠানে ভারতকেও সতর্ক করে বলেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার জবাব আরও দ্রুত ও তীব্রভাবে দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এই বার্তা কাবুলের ওপর চাপ বাড়ানোর কৌশল, যাতে তারা টিটিপি-র বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পাকিস্তান আরও কঠোর নিরাপত্তা নীতি নিতে পারে।