গণজাগরণ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের পতনের স্মৃতি বুকে ধারণ করে নতুন অনলাইন গণমাধ্যম ‘বাংলা এডিশন’ (banglaedition.com) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মান জানিয়ে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতারা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক ইলিয়াস হোসাইন ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র থেকে বলেন, তরুণদের সঙ্গে এক স্বপ্ন নিয়ে সত্য ও গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরাই ‘বাংলা এডিশন’র মূল উদ্দেশ্য।
বাংলা এডিশনের সিইও মো. আল-আমিন জানান, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের অধিকারকে সামনে রেখে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র থেকে সমান্তরাল সংবাদ পরিবেশন করবে এই নতুন প্ল্যাটফর্ম।