ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন নির্ধারণ করেন। গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন এবং ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। পরবর্তীতে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।