Web Analytics

সাবেক সিইসি কেএম নূরুল হুদা আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, ২০১৮ সালের নির্বাচনে সরকার ও সংশ্লিষ্ট বাহিনীর সরাসরি হস্তক্ষেপে অনেক কেন্দ্রে ৯০ থেকে ১০০ শতাংশ ভোট পড়ে, যা তার কাছে গ্রহণযোগ্য ছিল না এবং ভোট প্রহসনের মাধ্যমে রাতেই নির্বাচন সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তারা তৎকালীন ইসি সচিব হেলালুদ্দীনের প্রভাবাধীন ছিলেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট ব্যবস্থায় ব্যাপক অনিয়ম করেছে। নূরুল হুদা তার ক্ষমতার বাইরে থাকায় নির্বাচনের গেজেট প্রকাশের পর সেটি বাতিল করতে পারেননি এবং এ বিষয়ে তিনি আগেও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, তার ভাগিনা এসএম শাহজাদা নির্বাচনে অংশগ্রহণ করলেও তার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

Card image

Related Threads

logo
No data found yet!