মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের জন্য দেশের প্রতিরক্ষা বাজেট ১.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমান সময়কে “অত্যন্ত সমস্যাপূর্ণ ও বিপজ্জনক” বলে উল্লেখ করেছেন। প্রস্তাবিত বাজেটটি কংগ্রেস কর্তৃক অনুমোদিত চলতি বছরের ৯০১ বিলিয়ন ডলারের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, এই বাজেট যুক্তরাষ্ট্রকে “স্বপ্নের সামরিক বাহিনী” গড়তে সহায়তা করবে এবং সব শত্রুর বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করবে।
পৃথক এক পোস্টে তিনি সতর্ক করেছেন, প্রতিরক্ষা ঠিকাদার ও শেয়ারহোল্ডারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি তারা দ্রুত অস্ত্র সরবরাহ ও নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন না করে। ঘোষণার পর লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান ও রেথিয়নের শেয়ারের দাম পাঁচ শতাংশেরও বেশি বেড়েছে।
অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্রের ব্যয় ও আয়ের ব্যবধান অস্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে। তবে ট্রাম্প বলেছেন, শুল্ক থেকে আয় বাড়িয়ে ওয়াশিংটন সহজেই প্রস্তাবিত বাজেট অর্জন করতে পারবে।