কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী শনিবার সন্ধ্যায় হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে রবিবার (৭ ডিসেম্বর) আসানসোলে তার নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও অসুস্থতার কারণে একটি শো বাতিল করতে হয়েছিল নচিকেতাকে। তখন তার পরিবার জানিয়েছিল, তিনি সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন, যা শীতকালে এবং টানা পারফরম্যান্সের কারণে বেড়ে যায়। সাম্প্রতিক দিনগুলোতে তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
ভক্ত ও সহশিল্পীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কনসার্ট আয়োজকরা এখনো নতুন তারিখ ঘোষণা করেননি, চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।