Web Analytics

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের (৭৯ চুয়াডাঙ্গা-১ ও ৮০ চুয়াডাঙ্গা-২) খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় জেলায় মোট ৩৪৯টি ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। মোট ভোট কক্ষ ১ হাজার ৮৫৩টি। বর্তমানে জেলার মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৯৩ হাজার ৬৮০ জন। আগামী ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ শেষ হবে। ১২ অক্টোবর প্রাপ্ত দাবি বা আপত্তি নিষ্পত্তি করা হবে। এছাড়া আগামী ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে। কারও দাবি বা আপত্তি থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে। চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে উপজেলা রয়েছে ২টি। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা। এ এলাকায় ১৭৯ টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৩৫টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ১৮টি। মোট ভোট কক্ষ ৯৫৩ টি। এ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে উপজেলা রয়েছে ৩টি। সদর, জীবননগর ও দামুড়হুদা। এ এলাকায় ১৭০টি স্থায়ী ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৮৮০ টি ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ২০ টি। মোট ভোট কক্ষ সংখ্যা ৯০০ টি। এ আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন।

Card image

Related Threads

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।